thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

‘কুটিরশিল্প দিয়ে বাংলাদেশ একদিন হেলিকপ্টার বানাবে’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১০:৪৩:১২
‘কুটিরশিল্প দিয়ে বাংলাদেশ একদিন হেলিকপ্টার বানাবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের পৃষ্ঠপোষকতা পেলে কুটিরশিল্প দিয়ে বাংলাদেশ একদিন হেলিকপ্টার বানাতে পারবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বিসিকের অতীত, বর্তমান ও ভবিষ্য ‘ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, কুটিরশিল্প একটি অবহেলিত খাত। এই খাতে কোনো প্রণোদনা নেই। অথচ এই খাতের মাধ্যমে প্রায় ৬ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে গার্মেন্টসশিল্পে কিছুদিনের জন্য সাপ্লাই চেইন ভেঙে যাওয়ায় সবার মাথা খারাপ হয়ে গেছে। এই খাতকে বাঁচাতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রণোদনা দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন যাবৎ অবহেলিত থাকায় সম্ভাবনাময় দেশীয় শিল্প বিকশিত হচ্ছে না। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা পেলে একদিন বাংলাদেশ কুটিরশিল্প দিয়েই হেলিকপ্টার বানাতে পারবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি ও বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

(দ্য রিপোর্ট/এএইচ/জেএম/এজেড/ফ্রেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর