thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

‘কিছু ইস্যু ছাড়া বিএনপির ভিশন-২০৩০ ইতিবাচক’

২০১৭ মে ১৭ ২২:৫৮:৩০
‘কিছু ইস্যু ছাড়া বিএনপির ভিশন-২০৩০ ইতিবাচক’

লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বিএনপি ঘোষিত ভিশন-২০৩০ সম্পর্কে বলেছেন, ‘দুই একটি ইস্যু ছাড়া বিএনপি'র ভিশন-২০৩০ ইতিবাচক।’

বুধবার (১৭ মে) সন্ধ্যায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা যুব সংহতি'র পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘উত্তরবঙ্গের নেতৃত্বের একমাত্র রাজনৈতিক দল জাতীয় পার্টি। তাই সকল রাজনৈতিক দল উত্তরবঙ্গের আসন নিয়ে জাপা'র সাথে আলোচনা করতে চায়। আগামী নির্বাচনে উত্তরবঙ্গের সকল আসনে জাতীয় পার্টি জয় লাভ করবে।’

তিনি আরও বলেন, ‘আগে বিভিন্ন কারণে জাপা সাংগঠনিক দিক থেকে দুর্বল ছিল। দিন দিন তা শক্তিশালী হচ্ছে।’

লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতি’র আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সদস্য এস কে খাজা মঈনুদ্দিন, এমজি মোস্তফা, জেলা জাপা'র সহ-সভাপতি কুদরত-ই ইলাহী বাবুল, সদর উপজেলা সভাপতি আকবর ইমাম, সম্পাদক অ্যাডভোকেট আছির হক, পৌর সভাপতি অ্যাডভোকেট নজরুল হক, সম্পাদক জাহিদ হাসান ডাবলু।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর