thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

হলের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১১:০৭:১৩
হলের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেদখল হওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করছেন শিক্ষকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে নতুন হল নির্মাণ ও বেদখল হল উদ্ধারসহ চার দফা দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করছেন শিক্ষকরা। এর আগে সকাল ৯টায় শিক্ষক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে বুধবার শিক্ষকদের সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সাধারণ সভা থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন একাধিক শিক্ষক।

(দ্য রিপোর্ট/এলআরএস/এসকে/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর