thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘সরকার অর্থ ও সংসদীয় আসনের প্রলোভন দেখিয়েছে’

২০১৩ নভেম্বর ০৭ ১২:২২:২৩
‘সরকার অর্থ ও সংসদীয় আসনের প্রলোভন দেখিয়েছে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকার হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীকে মোটা অংকের অর্থ ও সংসদীয় আসনের প্রলোভন দেখিয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে সংগঠনটি।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী এবং কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবীব বুধবার রাতে এক যৌথ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে বলা হয়, ‘ঈমান-আকীদা রক্ষার জন্যই হেফাজতের আন্দোলন। কাউকে ক্ষমতা থেকে নামানো কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য আল্লামা শফী আন্দোলনের ময়দানে অবতীর্ণ হননি। সরকার তাকে একদিকে ভয়-ভীতি দেখিয়েছে, অপরদিকে মোটা অংকের অর্থ ও সংসদীয় আসনের প্রলোভন দেখিয়েছে। তা সত্ত্বেও তিনি তার এই আদর্শিক আন্দোলন থেকে সরে আসেননি। যারাই এই ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করবে তারাই ধ্বংস হবে।’

বিবৃতিতে যেকোন মূল্যে ১৫ নভেম্বর শাপলা চত্বরের মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

কোনো ষড়যন্ত্র ও কূটকৌশল করে সেদিন যদি বাধা দেয়ার চেষ্টা করা হলে ঢাকা ঘেরাও এবং রাজপথ, রেলপথ অবরোধসহ হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমি মাদ্রাসাকেন্দ্রিক এই সংগঠনটি।

১৩ দফা দাবি আদায়, কওমি মাদরাসা শিক্ষা আইন ২০১৩ বাতিল, হেফাজত নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজত।

একইদিন ওই স্থানে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে তরিকত ফেডারেশন।

(দিরিপোর্ট২৪/কে/এমসি/জেএম/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর