thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

উইন্ডিজদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারা লজ্জাজনক

২০১৭ মে ২২ ১২:১৮:০৬
উইন্ডিজদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারা লজ্জাজনক

দ্য রিপোর্ট ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে স্বীকার করলেন দেশটির সাবেক কিংবদন্তী কার্টলি এ্যাম্ব্রোস। আগামী মাসের ১ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আট দল নিয়ে টুর্নামেন্টের অষ্টম আসর। আইসিসির এ ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের সময় নিজ দেশে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে তিন টি২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিআইসিবি)।

১৯৯৮ সালে শুরু হওয়ার পর এই প্রথমবার আইসিসির এ ইভেন্টে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে এক সময়ের প্রভাবশালী দল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে না পেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ক্যারিবীয়রা।

স্থানীয় রয়্যাল গেজেট পত্রিকাকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার এ্যাম্ব্রোস বলেন, ‘সত্যিই এটা লজ্জার। এটা অত্যন্ত কষ্টের বিষয়। ওয়েস্ট ইন্ডিজ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না- এমনটা কখনোই ভাবিনি।’

‘এমন ভাবতেই খুব কষ্ট হচ্ছে। কিন্তু এটাই হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছি না। সুতরাং ওয়েস্ট ইন্ডিজকে পুনরায় ক্রিকেটের শীর্ষে তোলার জন্য একটা জাতি হিসেবে এবং ক্রিকেটারদের নিজেদের ভাবতে হবে। ’

টুর্নামেন্টের ইতিহাসে ২০০৪ সালে একবারই শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওভালে অনুষ্ঠিত ফাইনালে সাত বল বাকি থাকতেই ২ উইকেটে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে সেবার শিরোপা জয় করেছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়রা। টেস্ট ক্রিকেটে ৪০৫ উইকেট শিকার করা এ্যাম্ব্রোসের বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটিতে অনেক যোগ্য খেলোয়াড় আছে। তবে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারছে না।

তিনি বলেন, ‘যোগ্যতা ও মেধা নিয়ে কখনোই কোন প্রশ্ন নেই। বিষয়টি কেবলমাত্র আমরা প্রত্যাশা মতো ফল করতে পারছি না। সবসময়ই দলে কেউ কেউ ভালো পারফরমেন্স করে আসছে। কিন্তু আমরা যথেষ্ট ধারাবাহিক নই।’

‘র‌্যাংকিংয়ে উন্নতি ঘটাতে হলে প্রতি ম্যাচে, প্রতিটি দলের বিপক্ষেই আপনাকে ধারাবাহিক হতে হবে এবং তেমনটা শুরু করতে না পারা পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি হবে না। আমাদের অধিক ধারাবাহিক হতে হবে।’

(দ্য রিপোর্ট/এনপিএস/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর