thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

১১৭ উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৩:৪০:৩২
১১৭ উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

দ্য রিপোর্ট প্রতিবেদক : উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে ১১৭ উপজেলায় মঙ্গলবার মাঠে নেমেছে সেনাবাহিনী।

নির্বাচন পূর্ববর্তী দুই দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী দুইদিনসহ মোট পাঁচ দিন সেনাসদস্যরা মাঠে থাকবেন। প্রতি উপজেলায় দায়িত্ব পালন করবেন ৩৪ সদস্যের এক প্লাটুন সেনা সদস্য।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যে কোনো নাশকতা মোকাবেলায় নিয়মিত বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা কাজ করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান সোমবার দ্য রিপোর্টকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশের ১১৭ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত (১২টার পর) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএস/এমসি/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর