thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

অভিনব পন্থায় দিনাজপুরে পৌর মেয়রের দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ

২০১৭ মে ২২ ১৯:১৬:২৩
অভিনব পন্থায় দিনাজপুরে পৌর মেয়রের দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সহকারী প্রকৌশলী বদি উজ্জামান ফারুকী জুয়েলের দুর্নীতি অনিয়মের প্রতিকারের দাবিতে অভিনব পন্থায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আশরাফুল আলম রমজান।

সোমবার (২২ মে) বেলা ১১ টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার জেনারেল হাসপাতালের সম্মুখ সড়কের সামনে ট্রাফিক মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মেয়রের দুর্নীতি রুখতে নিজের বুকে ‘দিনাজপুর পৌর মেয়রের দুর্নীতি থামাবে কে?’ এবং পিঠে ‘প্রশাসন ও পৌরবাসী নিরব কেন?’ শ্লোগান লিখে জাতীয় পতাকা হাতে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘন্টা ধরে প্রখর রোদে দাড়িয়ে নিরব প্রতিবাদ জানান তিনি। এ সময় সংহতি প্রকাশ করে তার পাশে দাঁড়ান পথচারীসহ ভুক্তভোগীরা।

এ সময় মেয়র এবং সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের ফিরিস্থি তুলে ধরেন প্রতিবাদী ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম রমজান।

কাউন্সিলর আশরাফুল আলম রমজান জানান, আগামীতে অন্যান্য কাউন্সিলর এবং নাগরিকদের সাথে নিয়ে দুর্নীতি এবং অনিয়ম বন্ধের জন্য প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগেও দুর্নীতির অভিযোগে কাউন্সিলর আশরাফুল আলম রমজান মেয়র এবং প্রকৌশলীসহ হিসাব শাখার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিল।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর