thereport24.com
ঢাকা, সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৩ জিলহজ ১৪৪৫

যশোরে ছাত্রদল সম্পাদক আটক, পুলিশের অস্বীকার

২০১৭ মে ২৩ ১১:১৫:৩৫
যশোরে ছাত্রদল সম্পাদক আটক, পুলিশের অস্বীকার

যশোর অফিস : যশোরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুলকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

সোমবার (২২ মে) গভীর রাতে শহরতলীর বালিয়াডাঙ্গার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ।

বিএনপি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোমবার গভীর রাতে বাবুলকে তার বালিয়াডাঙ্গার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। এ সময় তার শ্বশুর ও ভাই সুমনকেও আটক করে নিয়ে যায় পুলিশ।

তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বাবুল বা তার পরিবারের সদস্যদের আটককের বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, ‘রাতে বাবুলের বাড়িতে পুলিশ কোনো অভিযানে যায়নি।’

বিএনপি নেতারা ধারণা করছেন, খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে যশোরে মিছিল করার অপরাধে বাবুলকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/মে ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর