thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৪:২৪:৩৯
বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইউনিভার্সিটি মিলনায়তনে মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এইচআর) রাবেয়া হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক প্রফেসর ড. জে এ মির্জা, ড. আব্দুল মোমেন মিঞা, ড. মাসুমা হাবিব, ড. মো. মোজহার আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা যুগোপযোগী আধুনিক শিক্ষার কর্মকৌশল গ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণকারীদের জন্য সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি অর্জিত বিদ্যা শ্রেণীকক্ষে প্রয়োগের মাধ্যমে ছাত্রছাত্রীরাও উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, এ প্রশিক্ষণ কর্মশালায় ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের মোট ৪৫ জন শিক্ষক অংশ নিচ্ছেন। যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি ও গ্র্যাজুয়েট ট্রেনিং ইনষ্টিটিউট (জিটিআই), ময়মনসিংহ।

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর