thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

রানা প্লাজার আহতদের পুনর্বাসন পরিদর্শনে কানাডার রাষ্ট্রদূত

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৪:৪৪:৪৯
রানা প্লাজার আহতদের পুনর্বাসন পরিদর্শনে কানাডার রাষ্ট্রদূত

সাভার প্রতিনিধি : সাভারে রানা প্লাজার আহতদের পুনর্বাসন প্রক্রিয়া পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত কানাডা রাষ্ট্রদূত হেদার ক্রুডেন। তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এসে পৌঁছান। পরে তিনি সিআরপিতে চিকিৎসারত রানা প্লাজার আহত বিভিন্ন শ্রমিকদের সঙ্গে কথা বলেন ও প্যাথলজিক্যাল যন্ত্রপাতির উদ্বোধন করেন।

জানা গেছে, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিকদের জন্য সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উদ্যোগে পুনর্বাসন, চিকিৎসা, সহায়তা ও গৃহায়নের জন্য কানাডা সরকারের অর্থায়নে দুটি প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির মধ্যে একটি হচ্ছে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অপরটি সিআরপির রোগীদের সেবায় প্যাথলজি ক্রয়ের জন্য ব্যয় করা হয়। এতে রানা প্লাজায় আহত ৪০ জন শ্রমিককে পুনর্বাসন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর