thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

একনেকে ৬১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৫:১৬:৩৫
একনেকে ৬১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৬১৫ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে এ অর্থ ব্যয় করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হচ্ছে, ৪০ পৌরসভা ও গ্রোথ সেন্টারে পানি সরবরাহ এবং এনভারমেন্টাল স্যানিটেশন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি টাকা।

এস্টাবলিশমেন্ট অব শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, নারায়ণগঞ্জ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৮৮ কোটি ৭০ লাখ টাকা।

সরকারি শিশু পরিবারের হোস্টেল নির্মাণ (৮ ইউনিট) প্রকল্প, ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৪৮ লাখ টাকা। কুড়িগ্রাম-উলিপুর-চিলমারি সড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)। এর ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৬৭ লাখ টাকা। নকলা-নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে সংশোধিত ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি টাকা।

ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, নকলা-নালিতাবাড়ী নকুগাঁও সড়ক উন্নয়নের ফলে নকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বৃদ্ধি এবং পণ্য পরিবহন সহজ হবে।

গোপালগঞ্জে একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সরকারি ডেন্টাল কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়ে চারটিতে দাঁড়াবে। এর মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মস্থান, এ কারণে সেখানে কলেজ তৈরি করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/জেজে/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর