thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ই কাঙ্ক্ষিত মানে যেতে পারেনি’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৬:০১:৫১
‘বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ই কাঙ্ক্ষিত মানে যেতে পারেনি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশের বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ই নীতিমালা অনুযায়ী কাঙ্ক্ষিত মানের ধারে কাছে যেতে পারেনি।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশে বর্তমানে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মান উন্নতি করতে পেরেছে। বাকি যারা এখনও করতে পারছে না তাদের ব্যাপারে সরকারের কঠোর নজরদারি রয়েছে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘উচ্চ শিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল করা হয়েছে। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একটি ছাতার নিচে এসেছে। অনেকেই নিজস্ব ক্যাম্পাসে যেতে পেরেছে বাকিগুলোর অধিকাংশ নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার প্রক্রিয়া চলছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তোমাদের আধুনিক ও যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হবে।’

উচ্চ শিক্ষায় বিশ্বমান বজায় রেখে শিক্ষার পরিবেশ, আধুনিক সিলেবাস ও পাঠ দানের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাকে পণ্য করে ব্যবসা ও প্রতারণার সুযোগ কেউ পাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের নীতিমালা অনুযায়ী তারা অবশ্যই চিহ্নিত হবে এবং শাস্তি পাবে।’

দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে সমাবর্তিতদের উদ্দেশে তিনি বলেন, ‘অর্জিত জ্ঞান ও সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে অবশ্যই আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।’

নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো হবে জ্ঞান, বিজ্ঞান ও গবেষণার তীর্থস্থান।’

উপাচার্যের সভাপতিত্বে সমাবর্তনে মোট ৬৫২ শিক্ষার্থী স্নাতক ও ৩৭৯ শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রির সনদ লাভ করেন। ইউএপি’র একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলাফল করায় ২ শিক্ষার্থীকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল ও ৯ জনকে ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএপি চেয়ারপারসন একে কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/এম/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর