thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

অ্যাক্রেডিটেশন বোর্ডের নতুন চেয়ারম্যান আলতাফ হোসেন

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৬:২২:১০
অ্যাক্রেডিটেশন বোর্ডের নতুন চেয়ারম্যান আলতাফ হোসেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আলতাফ হোসেনকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পেলেন।

শিল্প মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক আলতাফ হোসেন ১ জুলাই ১৯৪৮ সালে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার খানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি সুইডেনের স্টোকহোম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার ৪০টিরও অধিক নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি সুইডেন, জার্মান ও নিউজিল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর