thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাবিতে ‘যুদ্ধ এবং উপনিবেশ’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৬:৫৭:৫৬
ঢাবিতে ‘যুদ্ধ এবং উপনিবেশ’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সেমিনার। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এর উদ্বোধন করেন। ভারতের শিব নাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্যামুয়েল বারথেটের উপস্থাপনায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রধান অ্যাম্বাসেডর উইলিয়াম হান্না।

উদ্বোধনী বক্তব্যে ঢাবি উপাচার্য বিশ্বযুদ্ধে নিহতদের শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘প্রত্যেক যুদ্ধেই অনেক প্রাণহানি ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে দেড়লাখ ভারতীয় সৈন্য ইউরোপে মোতায়েন করা হয়, এদের মধ্যে ৯০ হাজার ভারতীয় সৈন্য নিহত হয়েছিলেন। তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্বযুদ্ধে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। আমাদের স্বাধীনতা যুদ্ধেও ৩০ লাখ বাঙালি শহীদ হন। তাই আমরা যেকোনো যুদ্ধের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মর্ম উপলব্ধি করতে পারি।’

ইউরোপীয় ইউনিয়নের প্রধান অ্যাম্বাসেডর উইলিয়াম হান্না বলেন, ‘২০১৪ বছরটি ইতিহাসের পাতায় প্রথম বিশ্বযুদ্ধের মর্মান্তিক সংঘাতের শততম বার্ষিকী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ করুণ যুদ্ধ বিশ্ব ইতিহাসকে একটি বিশেষ রূপ দিয়েছে।’

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষক, গবেষক অংশ নিয়েছেন।

সেমিনার আয়োজনে সহায়তা করে ইনস্টিটিউট অলিয়ঁস ফ্রঁসেস, ঢাকাস্থ ফরাসি দূতাবাস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এ সেমিনারে সহায়তা করে।

(দ্য রিপোর্ট/জেএইচ/একে/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর