thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

‘১৫ এপ্রিলের মধ্যে জিএসপির শর্ত পূরণ’

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ১৮:২৯:১৯
‘১৫ এপ্রিলের মধ্যে জিএসপির শর্ত পূরণ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘রফতানি খাতে মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফেরত পেতে তাদের বেঁধে দেওয়া শর্তগুলো ১৫ এপ্রিলের মধ্যে পূরণ করা হবে। যদি কোনো প্রকার রাজনীতি সংযুক্ত করা না হয় তাহলে আমরা জিএসপি সুবিধা ফেরত পাব বলে আশা করি।’

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার এক সম্পূরক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ডিউটি ফ্রি ও কোটামুক্ত রফতানির মাধ্যমে বছরে আয় করে ৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু জিএসপি সুবিধার মাধ্যমে আয় হয় মাত্র ৩০ মিলিয়ন ডলার। তারপরও আমরা জিএসপি সুবিধা ফেরত পেতে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

তোফায়েল আহমেদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্যিক চুক্তি টিকফা স্বাক্ষরিত হয়েছে গত বছর। টিকফা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর চলতি বছর ৬ এপ্রিল একটি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। সম্ভবত ৭ ও ৮ এপ্রিল প্রতিনিধি দলটি আমাদের দেশের প্রতিনিধি দল, কর্মকর্তা এবং আমার সঙ্গেও আলোচনা করবেন।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, টিকফা চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক লেনদেন আরও সহজ হবে। আমরা তাদের বাজারে শুল্কমুক্ত, কোটামুক্ত রফতানি সুবিধা আদায় করতে পারব।’

(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর