thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘মন্ত্রীরা রবিবারের মধ্যে পদত্যাগপত্র জমা দিবেন’

২০১৩ নভেম্বর ০৭ ১৩:১২:১৩
‘মন্ত্রীরা রবিবারের মধ্যে পদত্যাগপত্র জমা দিবেন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আগামী চারদিনের মধ্যে বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকারের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘বাস র‌্যাপিড ট্রানজিট লাইন ৩’ বিস্তর প্রকৌশল নকশা চূড়ান্তকরণের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী হিসেবে হয়তো আজকের এই অনুষ্ঠান আমার শেষ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। আজ থেকে রবিবারের মধ্যে যে কোনো মুহূর্তে মহাজোটের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর মন্ত্রী পরিষদে পাস হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ছোট আকারের মন্ত্রী পরিষদ কাজ শুরু করবেন। প্রধানমন্ত্রীর সেই মন্ত্রিপরিষদে কে থাকবেন আর কে থাকবেন না সেটা বিষয় না। মন্ত্রী হিসেবে শেষ দিন পর্যন্ত আমি কাজ করে যাবো। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও মানসিকভাবে প্রস্তুতি নিতে বলেছি বিদায় নেওয়ার জন্য।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যতীত সকল মন্ত্রী পদত্যাগপত্র জমা দেবেন। তবে সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করবেন কিনা সেটা তার বিষয়। যাদের পদত্যাগপত্র গ্রহণ করবেন না তারা অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হিসেবে থাকছেন। তাদের আর নতুন করে শপথ নিতে হবে না। তবে সর্বদলীয় সরকারের অন্য যেসব মন্ত্রীরা নতুন করে যুক্ত হবেন তাদের শপথ নিতে হবে।’

পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে নতুন অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত সকল মন্ত্রী সচিবালয়ে অফিস করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘পদত্যাগপত্র জমা দিলেই পদত্যাগ হয় না। প্রধানমন্ত্রী তা গ্রহণ করবেন। রাষ্ট্রপতির কাছে সেগুলো পাঠানো হবে তারপর তার দায়িত্ব শেষ। এই প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত সকল মন্ত্রীই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন।’

(দিরিপোর্ট২৪/আরএইচ/এমসি/এইচএসএম/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর