thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

নাটক ছাড়ছেন মিলন

২০১৩ নভেম্বর ০৭ ১৩:১৭:২৮
নাটক ছাড়ছেন মিলন

ইসহাক ফারুকী : দেহরক্ষী ছবিটি মুক্তির পরপরই আলোচনায় আসেন ছোটপর্দার পরিচিত মুখ আনিসুর রহমান মিলন। তার হাতে চলে আসে বেশকিছু ছবি। ঈদের আগে শুরু করেছেন শাহ আলম মণ্ডলের ছবি ‘ভালবাসা সীমাহীন’। তার সঙ্গে জুটি বেঁধেছেন মিডিয়ার নতুন মুখ পরী।

পূবাইল, সোনারগাঁওসহ রাজধানীর বেশকিছু জায়গায় চলছে ছবিটির দৃশ্যধারণের কাজ। এ সম্পর্কে মিলন বলেন, এরমধ্যেই ভালবাসা সীমাহীনের ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। এখন গানের চিত্রায়ণ চলছে। এ ছবি ছাড়াও নভেম্বরের ২০ তারিখ থেকে শুরু করবো জাকির হোসেন রাজুর ময়নামতি ছবির শুটিং। এ ছবিতে আমার বিপরীতে কাজ করবেন মাহিয়া মাহি।’ এসব ছবির আগে মিলন শুরু করেছিলেন শফিকুল ইসলাম ভৈরবীর ‘শুয়া চান পাখি’। তিন বছর আগে শুরু হয়েছিলো এ ছবির কাজ। ছবিতে তার সঙ্গে রয়েছেন মডেল-অভিনেত্রী নওশীন। তারকাদের শিডিউল ঘাপলা, অর্থলগ্নিসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে এতোদিন আটকে ছিল ছবির দৃশ্যধারণের কাজ। এ সম্পর্কে মিলন জানান, আবারো শুরু হচ্ছে ‘শুয়া চান পাখি’ ছবির কাজ। দুই তিনটি দৃশ্যের পাশাপাশি ছবির চারটি গানের শুটিং একবারেই শেষ করা হবে। এছাড়াও জানুয়ারি মাসে ইফতেখার চৌধুরীর ‘ওয়ানওয়ে’ ছবির কাজ শুরু করবেন আনিসুর রহমান মিলন। তার সঙ্গে থাকবেন ববি। একই পরিচালকের ‘দেহরক্ষী’ ছবিতে নায়িকা হিসেবে ছিলেন ববি আর খল চরিত্রে কাজ করেছিলেন মিলন। এবার দুজনের প্রেমের রসায়ন দেখা যাবে বড় পর্দায়। ছবির কাজ করতে করতে নাটকের কাজ কমিয়ে দিয়েছেন মঞ্চ ও টেলিভিশনের এই অভিনেতা। একরকম নাটক থেকে বিদায় নিচ্ছেন তিনি। মিলন বলেন, আসলে যে ধারাবাহিকগুলোর কাজ চলছে, তা শেষ করে নতুন আর কোনো ধারাবাহিকে কাজ করবো না। কারণ চলচ্চিত্রে থিতু হতে চাই। এজন্যে চলচ্চিত্রেই সময়টা বেশি দিচ্ছি।’

(দিরিপোর্ট২৪/আইএফ/এপি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর