thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

ডুমুরিয়ায় ১৭ প্রিসাইডিং অফিসার পরিবর্তন, ১৯ দলের নিন্দা

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২১:২১:২৫
ডুমুরিয়ায় ১৭ প্রিসাইডিং অফিসার পরিবর্তন, ১৯ দলের নিন্দা

খুলনা ব্যুরো : ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে নিয়োগপ্রাপ্ত ১৭ কর্মকর্তাকে মঙ্গলবার বিকেলে পরিবর্তন করা হয়েছে। ওই পদে নতুন ১৭ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিবর্তন করা কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।

মহানগর বিএনপির প্রচার সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগর ১৯ দলীয় জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এক বিবৃতিতে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, শাসক দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতেই পরিকল্পিতভাবে প্রিসাইডিং অফিসার বদল করা হয়েছে। ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম সমর্থিত প্রার্থীর সুনিশ্চিত বিজয় বানচাল করতেই সরকারের নির্দেশে ভোটের মাত্র একদিন আগে অপ্রশিক্ষিত দলবাজ ক্যাডারদের নিয়োগ দেওয়া হয়েছে।

ভোট ডাকাতি, জালিয়াতি ও জালভোট প্রদানে সহযোগিতা করার জন্যই এ কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তিনি।

(দ্য রিপোর্ট/এটি/এমএআর/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর