thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা

২০১৩ নভেম্বর ০৭ ১৩:২১:৪২
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দেশের রাজনৈতিক অস্থিরতা অবসানে মহাসচিব পর্যায়ে আলোচনা শুরু করার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এ বৈঠক শুরু হয়ে এখন পর্যন্ত চলছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ৫৪ সদেস্যর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন।

তারা এ বৈঠকে এফবিসিসিআই ভবনে দুই মহাসচিবকে আলোচনায় বসার প্রস্তাব দিবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের নেতা কাজী আকরাম উদ্দিন আহমদ।

বৈঠক শুরুর আগে কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সৃষ্ট অচলাবস্থা দূর করতে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মহাসচিব পর্যায়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাব দেওয়া হবে।

তিনি জানান, এর আগে বিরোধীদলীয় নেতার কাছেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রী রাজী থাকলে আলোচনা শুরু হবে।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতিরা ছাড়াও ঢাকা চেম্বার, বিজিএমইএ বিকেএমইএ, বিটিএমএ, ঢাকা মেট্রোপলিটন চেম্বার ও এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত আছেন বলে জানা গেছে।

(দিরিপোর্ট২৪/এআই/এমসি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর