thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সমঝোতার সুযোগ এখনো শেষ হয়নি : সুরঞ্জিত

২০১৩ নভেম্বর ০৭ ১৪:৩৯:১০
সমঝোতার সুযোগ এখনো শেষ হয়নি : সুরঞ্জিত

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দফতরবিহীনমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংলাপ-সমঝোতার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। প্রধানমন্ত্রী অন্তবর্র্তীকালীন সরকার থেকে সরে সর্বদলীয় সরকারের রূপরেখায় এসেছেন। বিরোধী দলও তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে এসে নির্বাচনকালীন সরকারের কথা বলছেন। তাই আমি মনে করি দূরত্ব বেশি নেই। আমরা কাছাকাছি অবস্থান করছি।’ বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বিরোধীদলীয় নেত্রীকে খোলা মনে আলোচনায় আসার আমন্ত্রণ জানাই। সাংবিধানিক কাঠামোর মধ্যেই আলোচনা হতে হবে। গত কয়েকদিনের হরতালের নিষ্ঠুরতায় মানুষ রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতি পূর্বে ছিল না। বিএনপি-জামায়াত-হেফাজতের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে।

বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, যদি প্রধানমন্ত্রী আপনাদের প্রতি আস্থা রেখে যে কোনো মন্ত্রণালয় নেওয়ার আহবান জানাতে পারেন, তাহলে আপনারা কেন প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে পারবেন না। নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, মন্ত্রীরা কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী বরাবরে পদত্যাগপত্র পাঠাবেন। এই পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করবেন কিন্তু মন্ত্রিসভা বিলুপ্ত করবেন না। বরং মন্ত্রিসভা পুনর্বিন্যাস করবেন।

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন পেছানোর ক্ষমতা সরকার, বিরোধী দল কিংবা নির্বাচন কমিশন কারোরই নেই।

পাবনার সাঁথিয়া ও লালমনিরহাটে সংখ্যালঘূদের প্রতি আক্রমণের নিন্দা জানিয়ে তিনি বলেন, দশজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে অথচ এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। জাতীয় দৈনিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পেছনে মিছিলকারী একজন আসামির ছবি ছাপা হলেও তাকে গ্রেফতারের কোনো উদ্যোগ দেখা যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে আমি বলতে চাই, অপরাধী যেই হোক দলীয় পরিচয় বিবেচনা না করে আসামিদের গ্রেফতার করুন। আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন শ্রমিক লীগ, যুবলীগ, সাম্যবাদী দলসহ আওয়ামী সমর্থক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

(দিরিপোর্ট২৪/বিএ/এপি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর