thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

নমনীয় হতে পারেন খালেদা জিয়া

২০১৩ নভেম্বর ০৭ ১৪:৫৩:৫৪
নমনীয় হতে পারেন খালেদা জিয়া

মাহমুদুল হাসান, দিরিপোর্ট২৪ প্রতিবেদক : চলমান রাজনৈতিক সংকট নিরসনে নমনীয় হতে পারেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে নির্দলীয় সরকার প্রশ্নে প্রধানমন্ত্রীকে আলোচনার আহ্বান জানাতে পারেন বিরোধীদলীয় নেতা।

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই বিষয়টি প্রকাশ্যে না বললেও নির্দলীয় সরকার প্রশ্নে আবার আলোচনার আহ্বান জানাবেন বিরোধীদলীয় নেতা। বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার ধারণকৃত বক্তব্য সারাদেশে একযোগে প্রচার করা হবে। ধারণকৃত ভিডিও বক্তব্যে তিনি আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবেন। তবে নির্বাচনকালীন সরকারপ্রধান নিরপেক্ষ ব্যক্তি হলেই তিনি আলোচনায় বসবেন। একই সঙ্গে দল ও জোটের পক্ষ থেকে ঘোষিত আন্দোলন কর্মসূচি কঠোরভাবে পালনের নির্দেশ দেবেন।

এদিকে জানা যায়, নির্দলীয় সরকার দাবিতে খালেদা জিয়াকে সবদিক বিবেচনা করে আগামী সপ্তাহে সারাদেশে অবরোধ কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন ১৮-দলীয় জোট নেতারা। তফসিল ঘোষণার দিন থেকেই অসহযোগ আন্দোলনে যাওয়ারও পরামর্শ দিয়েছেন জোট নেতারা।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর