thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

দুর্ঘটনায় আহত ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৩:৪০:৩৪
দুর্ঘটনায় আহত ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ট্রাফিক পুলিশ কনস্টেবল মোখলেছুর রহমানের (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি রাতে যাত্রাবাড়ী মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোখলেছুর রহমান মৃত শাহদাত হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগে থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চরনান্দিনা গ্রামে। তিনি ট্রাফিক পূর্ব জোনের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর