thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

‘চিলির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ’

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৪:১১:১০
‘চিলির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে চিলি’র বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। এ লক্ষ্যে সম্প্রতি গৃহীত বালি প্যাকেজের আওতায় চিলির সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।

বুধবার সচিবালয়ে ঢাকাস্থ চিলি’র রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্যারোসের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিলি’র বাজারে বাংলাদেশী পণ্যের রফতানি বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। গত অর্থবছরে (২০১২-১৩) চিলিতে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৩ কোটি ৩ লাখ ডলারেরও বেশি। এর বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ৬২ লাখ ডলারের পণ্য। অর্থাৎ দ্বি-পাক্ষিক বাণিজ্যে চিলি’র সঙ্গে বাংলাদেশের উদ্বৃত্তের পরিমাণ ২ কোটি ৪১ লাখ ডলার।

মন্ত্রী বলেন, এ প্রেক্ষিতে চিলি’র বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাওয়া গেলে সেখানে আমাদের রফতানি আরও অনেক বেড়ে যাবে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।

উল্লেখ্য, চিলির সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটজাত ও চামড়াজাত দ্রব্যের চাহিদা রয়েছে চিলির বাজারে। বাংলাদেশ থেকে এ সব পণ্য আমদানি করে থাকে চিলি।

সন্ত্রাসী সংগঠন হিসেবে শিবিরের নাম আন্তর্জাতিক তালিকায় থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি যদি জামায়াত-শিবিরের সঙ্গে সম্পর্ক ছেদ না করে তাহলে জনগণই এর বিচার করবে।’

(দ্য রিপোর্ট/এসআর/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২৬, ২০১৪

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর