thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘মানুষকে কষ্ট দেওয়ার অপরাজনীতি বন্ধ করতে হবে’

২০১৩ নভেম্বর ০৭ ১৫:১৮:২৮
‘মানুষকে কষ্ট দেওয়ার অপরাজনীতি বন্ধ করতে হবে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মানুষকে কষ্ট দেওয়ার অপরাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী ডা. হাসান মাহমুদ। ঢাকা মেডিকেল কলেজে বৃহস্পতিবার সকালে বিরোধী দলের হরতালে পিকেটারদের দেওয়া আগুনে দগ্ধ হতাহতদের দেখতে গিয়ে এ তিনি এ আহ্বান জানান।

রাজনীতি

ছবি আছে

এ সময় পরিবেশমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন আজ (বৃহস্পতিবার) ভোর ৪টা ৩০ মিনিটে গাজীপুরের কিশোর মনিরকে বাবার সামনে মৃত্যুবরণ করতে হয়েছে। এই যে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে জিম্মি করা, মানুষের উপর আক্রমণ করা, এই অপরাজনীতি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘আমি জানি বিরোধী দল জনগণের কাছে ক্ষমা চাইবে না। আমি বিরোধী দলের পক্ষে এবং যাদের মাধ্যমে আহত ও নিহত হয়েছেন তাদের পক্ষে আহত ও নিহতদের কাছে ক্ষমা চাইছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা এই সংঘাত-সহিংসতা বন্ধ করতে চাননি, তাই বন্ধ হয়নি। আমাদের নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনের মাধ্যমে বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেতা তাতে কোনো সাড়া দেননি।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী।

(দিরিপোর্ট২৪/এসর/এমএইচও/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর