thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ চলছে

২০১৩ নভেম্বর ০৭ ১৫:০৪:০৩
সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ চলছে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের (৭ নভেম্বর) সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এই সমাবেশ বৃহস্পতিবার তিনটায় শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এছাড়া সমাবেশে উপস্থিত আছেন বিনএনপির শীর্ষ নেতারা।

সমাবেশে ভিডিওতে ধারণকৃত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, এই ভিডিও বক্তব্যের মাধ্যমে সরকারকে আলোচনার আহবান জানাতে পারেন বিএনপির চেয়ারপারসন।

এদিকে দুপুর থেকে বিএনপির অঙ্গ-সংগঠনগুলো খণ্ড খন্ড মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দেয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়েছেন বিরোধী দলের চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএইচও/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর