thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

আলীমের আপিল

২০১৩ নভেম্বর ০৭ ১৫:৪৪:০৫
আলীমের আপিল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ড থেকে বিএনপির সাবেকমন্ত্রী আব্দুল আলীমের খালাস চেয়ে আপিল করা হয়েছে।

অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট সেকশনে আপিল আবেদনটি (আপিল নাম্বার ১২৩/২০১৩)করেন।

আব্দুল আলীমের আইনজীবী তাজুল ইসলাম জানান, ১৪৬ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ২৮৭৮ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়েছে। ১২০টি গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে আপিল আবেদনে।

তাজুল ইসলাম জানান, যেসব গ্রাউন্ডে আলীমকে শাস্তি দেওয়া হয়েছে তার প্রত্যেকটিতে মুক্তির আবেদন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রসিকিউশন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তিনি সত্যই জয়পুরহাট শান্তি কমিটির সভাপতি ছিলেন কি না - এ ধরনের কোনো প্রমাণ প্রসিকিউশন দেখাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আব্দুল আলীম ১৯৭১ এর ২০ এপ্রিল তার গ্রামের বাড়িতে চলে যান এবং স্বাধীনতার শেষ পর্যন্ত তিনি আত্মগোপন করে ছিলেন। পরে কিছু মিথ্যাবাদী লোককে সাক্ষী সাজিয়ে তাদেরকে দিয়ে ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা হয়েছে এবং তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে।’

তাজুল ইসলাম বলেন, ‘এভিডেন্সের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণ করেছি প্রসিকিউশনের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারণ সে সময়ে মেজর আফজাল নামে কোনো পাকিস্তানি সেনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। অথচ তার সঙ্গে থেকে তিনি অপরাধ করেছেন বলে প্রসিকিউশন দাবি করেছে।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন ডকুমেন্ট ও লাইভ এভিডেন্স দিয়েছি, এই নামে তখন কোনো আর্মি অফিসার ছিলেন না। জয়পুরহাটের উন্নয়নের প্রতিটি ইটের সঙ্গে আব্দুল আলীমের সম্পৃক্ততা রয়েছে। রাজনৈতিক কারণে তাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করা হয়েছে।’

দুর্বল যুক্তির উপর ভিত্তি করে আব্দুল আলীমকে শাস্তি দেওয়া হয়েছে দাবি করে তাজুল ইসলাম বলেন, ‘সুপ্রীম কোর্টে যে সমস্ত বিষয় তুলে ধরেছি, আমরা বিশ্বাস করি এর মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণিত হবেন এবং স্ব-শরীরে বেরিয়ে আসবেন।’

উল্লেখ্য, ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ আব্দুল আলীমের বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের মধ্যে ৯টি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

(দিরিপোর্ট২৪/এআইপি/এইচএস/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর