thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন’

২০১৩ নভেম্বর ০৭ ১৫:৪৯:৪১
‘জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জিয়া ক্ষমতায় এসেই দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন। তিনি ক্ষমতায় এসে স্বাধীনতাবিরোধী শাহ আজিজের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে জাতিকে কলঙ্কিত করেছেন। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ও উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে আগামীতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার বিকল্প নেই। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বৃহস্পতিবার এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিকল্প নেই। আমাদের ব্যক্তিগত স্বার্থ দেখার সুযোগ নেই। এখন প্রশ্ন এসেছে স্বাধীনতার অস্তিত্ব থাকবে কি, থাকবে না।

তিনি আরো বলেন, বিরোধী দল হরতালকে গণতান্ত্রিক অস্ত্র হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করছে। ইস্যুবিহীন হরতাল দিয়ে দেশকে অস্থিতিশীল করছে। বিএনপি-জামায়াত জোটও জানে আগামী নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তারপরেও তারা আন্দোলনের নামে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। দেশকে পাকিস্তানের পক্ষে নিয়ে যেতে চায়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি কে এম শফিউল্লাহ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মমতাজ বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, গণতান্ত্রিক পার্টির সদস্য মাহমুদুর রহমান বাবু, সম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়, প্রমুখ।

(দিরিপোর্ট২৪/আমান/বাহরাম/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর