thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘মন্ত্রী পরিষদকে ঢাকার বাইরে যেতে দেয়া হবে না’

২০১৩ নভেম্বর ০৭ ১৬:২৪:৫৫
‘মন্ত্রী পরিষদকে ঢাকার বাইরে যেতে দেয়া হবে না’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের কাউকে ঢাকার বাইরে যেতে দেয়া হবে না’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান। সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার বিকেলে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে খালেদা জিয়া কঠোর কর্মসূচী দিবেন। আড়াই হাত লাঠি নিয়ে ঢাকাকে অবরুদ্ধ করার আহ্বান জানান তিনি।

আমান উল্লাহ আমান আরো বলেন, এসময় শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদের কাউকে ঢাকার বাইরে যেতে দেওয়া হবে না। ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে।

এ জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএইচও/ এমডি/ নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর