thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

১৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল চলাচল আংশিক চালু

২০১৭ আগস্ট ২৬ ০৯:৪৫:২১
১৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল চলাচল আংশিক চালু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পোড়াদহে সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুতর ঘটনায় ডাউন লাইন ক্লিয়ার হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেল যোগাযোগ আংশিক চালু। তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ১৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল আংশিক শুরু হয়েছে।

পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম দ্য রিপোর্টকে জানিয়েছেন, শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতর ঘটনায় ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য রাত ২টার দিকে ঈশ্বরদী থেকে আসে রিলিফ ট্রেন। শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টার সময় ডাউন লাইন ক্লিয়ার হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেল যোগাযোগ আংশিক চালু হয়েছে। ইতিমধ্যে ডাউল লাইন ক্লিয়ার হওয়ায় ঈশ্বরদী থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশন ক্রস করে খুলনার উদ্দেশে রওনা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে আসার পর ইঞ্জিনসহ একটি বগী লাইনচ্যুত হয়। এতে আপ এবং ডাউনের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তীতে।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর