thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

২ ও ৫ টাকার নোট কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

২০১৭ আগস্ট ৩১ ১১:০৬:২৯
২ ও ৫ টাকার নোট কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভল্টে প্রচুর ধাতব মুদ্রা জমে যাওয়ায় কাগজের নোট কমানোর লক্ষ্যে দুই ও পাঁচ টাকার কাগজের নোট বাজারে কম ছাড়তে চাইছে বাংলাদেশ ব্যাংক।

ধাতব মুদ্রার ব্যবহার বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ ও ৫ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ ধাতব মুদ্রা (কয়েন) নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগজের নোট।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের জানান, বাজার থেকে দুই ও পাঁচ টাকার কাগজের নোট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কাগজের মুদ্রা বাজারে থাকলেও বেশির ভাগ ধাতব মুদ্রার সার্কুলেশন (বাজারে) না থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পড়ে রয়েছে। ভল্টে বিপুল পরিমাণ কয়েন জমা হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে কাগজের মুদ্রার তুলনায় ধাতব মুদ্রা বেশি নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর