thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

জামালপুর সিনেমা হল থেকে বেরিয়ে স্কুলছাত্রকে হত্যা

২০১৭ সেপ্টেম্বর ০৪ ১০:১৫:২০
জামালপুর সিনেমা হল থেকে বেরিয়ে স্কুলছাত্রকে হত্যা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মমিনুল ইসলাম জিসান (১৭) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টায় শহরের মনোয়ার সিনেমা হলের সামনে দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, টিকিট কাটার পর মনোয়ার সিনেমা হলে প্রবেশ করা নিয়ে জিসানসহ তার বন্ধুদের সঙ্গে পাথালিয়া গ্রামের কয়েকজন যুবকের হট্টগোল হয়। উপস্থিত লোকজন দু’পক্ষকেই শান্ত করেন। সিনেমা দেখে বের হওয়ার পর হলের সামনে জিসানের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবকেরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত জিসানকে জামালপুর হাসাপাতালে ভর্তি করান। রাত সোয়া ২টায় কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র কুমার বণিক জিসানকে মৃত ঘোষণা করেন।

নিহত জিসান শহরের মুসলিমাবাদ মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় সিংহজানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

সদর থানার ওসি (তদন্ত) রাশদেুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর