thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

চুয়াডাঙ্গায় চলন্ত বাসে নারী কনস্টেবলকে ছুরিকাঘাত, আটক ১

২০১৭ সেপ্টেম্বর ০৪ ১০:৩১:৫৬
চুয়াডাঙ্গায় চলন্ত বাসে নারী কনস্টেবলকে ছুরিকাঘাত, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় চলন্ত বাসে ঐশী নামে এক নারী কনস্টেবলকে ছুরিকাঘাত করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত শরিফুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শরিফুল রংপুর জেলার পীরগঞ্জ এলাকার কোরবান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটি কাটিয়ে রোববার বিকেলে যশোর থেকে ছেড়ে আসা একটি বাসে নিজ কর্মস্থল চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশ সদস্য ঐশী। পথিমধ্যে বাসটি চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে চলন্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ছুরি দিয়ে আঘাত করে শরিফুল। এতে তার মাথায় মারাত্মকভাবে জখম হলে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

এ সময় অভিযুক্ত হামলাকারী শরিফুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এ ঘটনায় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর