thereport24.com
ঢাকা, শনিবার, ৫ এপ্রিল 25, ২১ চৈত্র ১৪৩১,  ৬ শাওয়াল 1446

সাভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ মায়ের মৃত্যু

২০১৭ সেপ্টেম্বর ০৫ ১৬:১৭:১৫
সাভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ মায়ের মৃত্যু

সাভার প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নয় মাসের শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ি জেলার পাংশা থানার চর পাথুরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী লাকি আক্তার (৩৫) ও তার নয় মাসের শিশু কন্যা লামিয়া। নিহত লাকি আক্তার পৌর এলাকার গেন্ডা মহল্লায় ভাড়া থেকে গৃহপরিচারিকার কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি মা-মেয়েকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এছাড়া সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খবর পেয়ে নিহত গৃহপরিচারিকা লাকি আক্তারের মা আলেয়া বেগম সাভার মডেল থানায় এসে মেয়ে এবং নাতনির লাশ সনাক্ত করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর