thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

বগুড়ায় স্ত্রীর গলাকেটে স্বামীর আত্মহত্যার চেষ্টা

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৩:৫২:৩৯
বগুড়ায় স্ত্রীর গলাকেটে স্বামীর আত্মহত্যার চেষ্টা

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ফাতেমা খাতুন (১৮) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন মিয়ার (২২) বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করে সুজন। পরে সুজন আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুজন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সনাতন চক্রবর্তী জানান, কয়েক মাস আগে সুজন মিয়ার সঙ্গে নাটোর জেলার ফাতেমা খাতুনের বিয়ে হয়। বুধবার সকালে হঠাৎ নিজ ঘরে ধারাল অস্ত্র দিয়ে ফাতেমার গলাকেটে হত্যা করেন সুজন। এরপর সেও আত্মহত্যার চেষ্টা চালান।

সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সুজন মিয়াকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কী কারণে সুজন তার স্ত্রীকে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি বলেও জানান পুলিশ সুপার।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর