thereport24.com
ঢাকা, রবিবার, ৬ এপ্রিল 25, ২২ চৈত্র ১৪৩১,  ৭ শাওয়াল 1446

হেফাজতের সঙ্গে বিএনপির বৈঠক

গণহত্যার দায়ে আ. লীগকে বিচারের আওতায় আনতে হবে : বিএনপি

২০২৫ এপ্রিল ০৬ ০০:৫০:১৪
গণহত্যার দায়ে আ. লীগকে বিচারের আওতায় আনতে হবে : বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ দাবি জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী এ বিচার সম্ভব। জনগণ সেই বিচার মেনে নেবে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। প্রত্যেক বিভাগে একটি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে।

তিনি বলেন, আমরা সংস্কার চাই, বিচার চাই—তবে তা হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রধান উপদেষ্টা একাধিকবার ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন। কিন্তু বর্তমানে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য শোনা যাচ্ছে—কখনো বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, আবার কখনো জুন থেকে ডিসেম্বর। আমরা ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই।

তিনি আরও বলেন, আমাদের এ দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারাও একমত হয়েছেন।

এ সময় তিনি আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

হেফাজতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, নায়েবে আমির মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি মনির হোসাইন কাসেমী।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর