thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সরকারি হলো ১২ মডেল স্কুল অ্যান্ড কলেজ

২০১৭ সেপ্টেম্বর ১৮ ২০:৪৯:৪৬
সরকারি হলো ১২ মডেল স্কুল অ্যান্ড কলেজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ১২টি বেসরকারি উচ্চমাধ্যমিক মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সরকারি হওয়া কলেজগুলো হলো-রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি করা এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনও শিক্ষক অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন না।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর