thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কেডিএস এক্সেসরিজের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০১৭ সেপ্টেম্বর ১৯ ১১:২৯:১৯
কেডিএস এক্সেসরিজের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ হওয়ায় মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর বাড়া-কমার কোনো সীমা নেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। যা আগের বছর ছিল ২.১৪ টাকা।

আলোচিত হিসাব বছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৪.৮০ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে (এনওসিএফপিএস) ২.৮০ টাকা।

এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় চিটাগাং বোট ক্লাব, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ অক্টোবর।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর