thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘ফেলানী হত্যার রায়ের বিরুদ্ধে আপিল’

২০১৩ নভেম্বর ০৭ ১৯:১২:০৬
‘ফেলানী হত্যার রায়ের বিরুদ্ধে আপিল’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ)গুলিতে নিহত কিশোরী ফেলানী হত্যার রায়ে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি এর বিরুদ্ধে আপিলের জন্য আইনগত দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।

জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য তারানা হালিমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ১৮৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। ২০০২-২০০৬ সালে এ সংখ্যা ছিল ২৭২ এবং ২০০৭-২০০৮ সালে ছিল ১৪১ জন।’

দীপু মনি বলেন, ‘চলতি বছর ৫ সেপ্টেম্বর ফেলানী হত্যার বিচারের রায়ের বিষয়ে বাংলাদেশ সরকারের গভীর হতাশার কথা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে জানানো হয়েছে। আমরা বলেছি, দায়ী বিএসএফ জোয়ানকে আইন অনুযায়ী যথাযথ শাস্তি প্রদান করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

তিনি বলেন, ‘আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে এ মর্মে জোরালো অনুরোধ করেছি। যাতে এ জঘন্য হত্যাকাণ্ডের বিষয়ে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।’

মন্ত্রী বলেন, ‘ ফেলানী হত্যাকাণ্ডে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হওয়ায় দু-দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও চমৎকার বোঝাপড়ায় প্রভাব ফেলার আশঙ্কার কথা ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাংলাদেশ সরকার এ হত্যাকাণ্ডের পর থেকেই ন্যায়বিচার নিশ্চিত করতে ভারত সরকারের বিভিন্ন পর্যায়ে বিষয়টি উত্থাপন করে আসছে।’

দীপু মনি আরো বলেন, ‘বিষয়টি এখনও বিচারাধীন এবং চূড়ান্ত রায়ের আগে মামলাটি আরও কয়েকটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ইতোমধ্যে চূড়ান্ত রায়ের আগের আইনি ধাপগুলো সম্পর্কে আমাদের অবহিত করতে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি। এ বিষয়ে আপিল করার জন্য কী কী প্রস্তুতি ও কার্যক্রম বাংলাদেশের পক্ষ থেকে গ্রহণ করতে হবে সে বিষয়ে জানানোর জন্যও ভারত সরকারকে বলা হয়েছে। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।’

তিনি বলেন, ‘এ মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার আইনগত দিক আইন বিশেষজ্ঞদের সহায়তায় খতিয়ে দেখা হবে।’

(দিরিপোর্ট২৪/আরএইচ/এইচএস/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর