thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পদ্মা ইসলামী লাইফের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১২:১৩:২৬
পদ্মা ইসলামী লাইফের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৬ শেষ হওয়া অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ নভেম্বর পদ্মা ইসলামী টাওয়ার, বাংলামটর, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এদিকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’১৭-মার্চ’১৭) বীমা কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৮ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার ৮৩৭ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২৭৩ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৮৬৯ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ২৫৮ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ কোটি ১৬ লাখ ৬ হাজার ৪২৬ টাকা (নেগেটিভ)।

এদিকে দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ ৩০ জুন ২০১৭ অনুযায়ী, পদ্মা ইসলামী লাইফের লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৩ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৩১৭ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২৭৩ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৮৬৯ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৩ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৪৬৫ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৫০৫ টাকা (নেগেটিভ)।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর