thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

অ্যাপেক্স ফুটওয়্যারের ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১২:১৮:৫০
অ্যাপেক্স ফুটওয়্যারের ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ১৮ মাসেরে (জানুয়ারি ২০১৬ থেকে জুন ২০১৭) জন্য বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জানুয়ারি, ২০১৬ থেকে জুন, ২০১৭ পর্যন্ত অর্থাৎ ১৮ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.০৭ টাকা। এর মধ্যে জানুয়ারি, ২০১৬ থেকে জুন, ২০১৬ পর্যন্ত ৬ মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮.৩৬ টাকা। তবে জুলাই, ২০১৬ থেকে জুন, ২০১৭ পর্যন্ত ১২ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.২৯ টাকা। ৩০ জুন, ২০১৭ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ২২৭.৫২ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য অ্যাপেক্স ফুটওয়্যারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শুটিং ফেডারেশন, শুটিং কমপ্লেক্স, গুলশানে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর