thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

ইবনে সিনার ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

২০১৭ সেপ্টেম্বর ২৬ ১১:৫৮:৩৬
ইবনে সিনার ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করেছে।


জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৯.০৬ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪২.৭৯ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৪.৮২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ইমানিউয়েলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

জায়গা কিনবে করবে ইবনে সিনা

পরিচালনা পর্ষদ সভায় মুন্সীগঞ্জে জমি কেনার সিদ্ধান্তও নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিএসসিআইসি এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গজারিয়া, মুন্সীগঞ্জে কোম্পানিটি প্রায় ১.৫৩ একর জমি কিনবে। জমি কিনতে ৭ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৮০১ টাকা ব্যয় হবে। যা ১০ বছরে ৭১ লাখ ৬৭ হাজার ৮৮১ টাকা করে ১০ কিস্তিতে পরিশোধ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর