thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আর্সেনালের টানা তৃতীয় জয়

২০১৭ সেপ্টেম্বর ২৬ ১২:০২:৩৫
আর্সেনালের টানা তৃতীয় জয়

দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল টানা জয়ের ধারা বজায় রেখেছে। ওয়েস্ট ব্রমউইচকে ২-০ গোলে হারিয়েছে তারা। এ নিয়ে লিগে টানা তিনটি জয় পেলো গানাররা।

ঘরের মাঠে এলেই অন্যরকম উত্তেজনায় থাকেন আর্সেনালের ফরাসি স্ট্রাইকার আলেক্সান্দ্রো লেকাজেট। ঘরের মাঠে প্রতিটি জয়েই গোল করেছেন। এই ম্যাচেও তার ব্যতিক্রম ছিলেন না। ২০ মিনিটে এগিয়ে নেন দলকে। দুর্দান্ত হেডে জালে বল জড়ান এই তারকা।

এরপরের গোলটি আসে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে এই গোলটিও করেন ফরাসি স্ট্রাইকার লেকাজেট।

এই জয় গানারদেরকে টেবিলে তুলে এনেছে সপ্তম স্থানে। ৬ ম্যাচে যাদের সংগ্রহ ১১ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর