thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পবিত্র আশুরা উপলক্ষে রবিবার শেয়ারবাজার বন্ধ

২০১৭ সেপ্টেম্বর ২৮ ১৩:১৯:২৯
পবিত্র আশুরা উপলক্ষে রবিবার শেয়ারবাজার বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : পবিত্র আশুরা রবিবার (১ অক্টোবর)। এ দিন দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একআসচেঞ্চ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হিজরী ১৪৩৯ সালের ১০ মহররম, রবিবার। দিনটি মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। দিনটি যথাযথভাবে পালনের জন্য সরকারি সব অফিস, আদালত এবং বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। একই সাথে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

হিজরি ৬১ সালের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন।

মর্মান্তিক ঘটনাটি ঘটে কারবালার প্রান্তরে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে আজও অনুপ্রেরণা জোগায়। প্রেরণা জোগায় সত্য ও সুন্দরের পথে চলার।

মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর