thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

আশুরার মিছিলে ধারালো অস্ত্র-ঢোল-আগুন নিষিদ্ধ

২০১৭ সেপ্টেম্বর ২৮ ১৭:৪৫:০০
আশুরার মিছিলে ধারালো অস্ত্র-ঢোল-আগুন নিষিদ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ১ অক্টোবর সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হবে পবিত্র আশুরা। দিনটিকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, ঢোল, লাঠি ও আগুন খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে আশুরার মিছিলে অংশ নিতে হবে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্যই জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সকালে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ বিফ্রিংয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘জিঞ্জির, দা-ছুরি-তলোয়ার, ঢোল-লাঠিখেলা ও আগুন খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পথের মাঝখান থেকে কেউ মিছিলে যোগ দিতে পারবে না। অংশ নিতে হলে তাকে মিছিল শুরুর স্থানে আসতে হবে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির পর মিছিলে অংশ নেওয়া যাবে।’

আছাদুজ্জামান মিয়া আরো বলেছেন, ‘হোসেনি দালান, বিবিকা রওজাসহ রাজধানীর বিভিন্ন ইমামবাড়ায় পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এর বাইরে ধানমন্ডি লেক এলাকায়ও সিসি ক্যামেরা রাখা হয়েছে।’

২০১৫ সালের ২৩ অক্টোবর তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় হোসেনি দালানে হামলার ঘটনা ঘটে। তাই এবার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে তাজিয়া মিছিলসহ আশুরার বিভিন্ন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর