thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ওয়াইম্যাক্সের লটারির ড্র বৃহস্পতিবার

২০১৭ অক্টোবর ০৪ ১৫:৩৬:৪২
ওয়াইম্যাক্সের লটারির ড্র বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য জমা নেওয়া আবেদনকারীদের মাঝে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের লটারির ড্র বৃহস্পতিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন সকাল সাড়ে ১০টায়, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, রমনা, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদেন জমা নেওয়া হয়। কোম্পানিটির আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কোটায় ৭৩ গুণ এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটায় ১০ গুণ আবেদন জমা পড়েছে ।

গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায়। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।

উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২.০৩ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১৪.৮৭ টাকা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর