thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

‘এশিয়ার প্রবৃদ্ধির হুমকি উ. কোরিয়া কেন্দ্রিক উত্তেজনা’

২০১৭ অক্টোবর ০৪ ১৮:৩৪:৩৮
‘এশিয়ার প্রবৃদ্ধির হুমকি উ. কোরিয়া কেন্দ্রিক উত্তেজনা’

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এশিয়ার ক্রমবর্ধমান প্রবৃদ্ধির জন্য হুমকি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক।

বুধবার (৪ অক্টোবর) বিশ্বব্যাংকের প্রধান আঞ্চলিক অর্থনীতিবিদ সুধীর শেঠি বলেছেন, ‘উন্নয়নশীল পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের অন্য উন্নয়নশীল এলাকার চেয়ে ক্রমপ্রবৃদ্ধিশীল। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকতে পারে।’

তবে ব্যাংকক থেকে ভিডিও লিংকের মাধ্যমে সাংবাদিকদের তিনি সতর্ক করে বলেছেন, ‘উত্তর কোরিয়াকে ঘিরে দিন দিন বেড়ে যাওয়া উত্তেজনা এ অঞ্চলের উন্নয়নের ইতিবাচক ধারাকে ব্যাহত করবে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ৫টি অর্থনীতির দেশে চলতি বছর প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াচ্ছে ৫ দশমিক ১ শতাংশ। ২০১৮-১৯ সালে প্রবৃদ্ধির এ হার হবে ৫ দশমিক ২ শতাংশ। যা এপ্রিলে ঘোষিত পূর্বাভাসের কিছুটা বেশি।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর