thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আইডিএলসি নিয়ে এল ‘খুশির খেয়া’

২০১৭ অক্টোবর ০৪ ২১:১৭:৩৬
আইডিএলসি নিয়ে এল ‘খুশির খেয়া’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের সর্ববৃহৎ নন-ফাইনান্সিয়াল ইনস্টিটিউট আইডিএলসি এবার নিয়েছে ‘খুশির খেয়া’ নামক ভিন্নধর্মী এক পদক্ষেপ। দেশজুড়ে সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করতে এই ব্যতক্রমী ও অভিনব প্ল্যাটফর্ম নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মসূচিতে সহায়তা করা হবে। শুধু তাই নয়, এ আয়োজনের মাধ্যমে মানবিকতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে তরুণদের সুযোগ করে দিচ্ছে আইডিএলসি।

www.idlc.com/khushirkheya-এ সাইটে গিয়ে তরুণরা আইডিএলসি আয়োজিত যে কোনো সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে পারবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ আর মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা থেকেই আমরা এ পদক্ষেপ নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘তরুণরা দেশের ভবিষ্যত।সম্ভাবনাময় তরুণদের মানবসেবায় উদ্বুদ্ধ করা এ আয়োজনের আরেকটি উদ্দেশ্য।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর