thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠকে ঢাবি উপাচার্য

৩০ নভেম্বরের মধ্যে ৭ কলেজের ফল প্রকাশ

২০১৭ অক্টোবর ০৯ ১৮:১৭:২১
৩০ নভেম্বরের মধ্যে ৭ কলেজের ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার ফল ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের ঘোষণা দিয়েছেন।

ফল প্রকাশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় সোমবার (৯ অক্টোবর) এই ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য।

ফল প্রকাশের দাবিতে রবিবার দিনভর নিউ মার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবারও একই কর্মসূচি রেখেছিল তারা। এদিন সকাল ৯টা থেকে অবরোধে বসার কথা থাকলেও ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের মধ্যস্থতায় আলোচনার পথ খোলে।

সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সোয় ১টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে এই আলোচনায় ছাত্রলীগের এই দুই নেতাও উপস্থিত ছিলেন।

বৈঠকে উপাচার্য বলেছেন, ‘৩০ নভেম্বর ফলাফল দেওয়ার ডেডলাইন দিচ্ছি। এর আগেও হয়ে যেতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সহায়তায় এ বিষয়টি দেখা হচ্ছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সাহায্যের কারণেই ৩০ নভেম্বর ফল প্রকাশের ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে জানান তিনি।

ঢাবি উপাচার্য বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একা কাজ করলে আগামী ছয় মাসেও আমরা ফলাফল দিতে পারতাম না। ঢাবিতে এই সাত কলেজের পরীক্ষার রেজাল্ট নিয়ন্ত্রণের কোনো টিম নেই। আমরা এই সাত কলেজ নিয়ন্ত্রণে একেবারেই অভ্যস্ত নই। ভবিষ্যতে যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সাহায্য নিতে না হয় সেজন্য আমরা আমাদের টিম রিফর্ম করব।’

আলোচনা শেষে আন্দোলনকারীদের মুখপাত্র সরকারি কবি নজরুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের (২০১১-১২ শিক্ষাবর্ষ) শেষ বর্ষের ফল প্রার্থী ফয়জুর মেহেদী সাংবাদিকদের জানান, উপাচার্যের দেওয়া ডেটলাইনের প্রেক্ষিতে ৩০ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ফয়জুর বলেছেন, ‘যেহেতু উপাচার্য মহোদয় দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র এক মাস হলো, উনার গুছিয়ে উঠতে সময় লেগেছে, গতকাল এবং আজ তিনি আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন।’

শুধু ফল ঘোষণাই নয়, উপাচার্যের সঙ্গে আরো পাঁচ দাবি নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি।

ডিগ্রিসহ অনার্সের সব বিভাগ ও বর্ষের পরীক্ষার সূচি ও ফল প্রকাশ এবং দ্রুত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের আশ্বাস উপাচার্য দিয়েছেন বলে জানান ফয়জুর।

তিনি বলেছেন, ‘উপাচার্যের সম্মান রক্ষার্থে এবং তার আশ্বাসের ভিত্তিতে আমরা আশা করছি যে আমাদের আর রাস্তায় নামতে হবে না।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর