thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কারণ ছাড়াই বাড়ছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের দর

২০১৭ অক্টোবর ১৫ ১৬:৩৬:২২
কারণ ছাড়াই বাড়ছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের দর

দ্য রিপোর্ট ডেস্ক : কোনো কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়শে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মিউচ্যুয়াল ট্যাস্ট ব্যাংকের। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ ব্যাংকটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে।

এরপর ডিএসই বিষয়টি জানাতে ব্যাংকটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। কিন্তু ডিএসইর নোটিশের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ গত ১১ অক্টোবর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের শেয়ারে দরে যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে এ জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৬ কার্যদিবসে ব্যাংকটির শেয়ার দর ২৯ টাকা থেকে বেড়ে ৩১.৯০ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে ব্যাংকটির শেয়ার দর ২.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর