thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আমদানি নীতিমালা আরও নমনীয় চায় এফবিসিসিআই

২০১৭ অক্টোবর ১৬ ১৬:০৮:৫৫
আমদানি নীতিমালা আরও নমনীয় চায় এফবিসিসিআই

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন আমদানি নীতিমালা আরও নমনীয় করতে বাণিজ্য মন্ত্রণালয়কে দাবি জানিয়েছে ব্যবসায়িদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

এ নতুন আমদানি নীতিতে ব্যবসায়ীদের বেশ কিছু সুপারিশ অন্তর্ভুক্ত করতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

এফবিসিসিআই জানায়, সম্প্রতি আমদানি নীতি-সংক্রান্ত এক সভায় এ সব প্রস্তাব তুলে ধরে বাণিজ্য সংগঠনগুলো। ওই দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়, পণ্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি মূল্যসীমার ৬টি স্তর পুনর্বিন্যাস করা প্রয়োজন। প্রথম ধাপে বার্ষিক ৫ লাখ টাকা পর্যন্ত আমদানির ক্ষেত্রে সনদ নিবন্ধন ফি ৫ হাজার টাকা ও নবায়ন ফি ৩ হাজার টাকা বিদ্যমান আছে। এই মূল্যসীমা বাড়িয়ে ৮ লাখ টাকায় নিবন্ধন ফি ২ হাজার ও নবায়ন ফি ১ হাজার টাকা করা উচিত। দ্বিতীয় ধাপে আমদানি মূল্যসীমা ২৫ লাখ টাকায় নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও নবায়ন ফি ৬ হাজার টাকা রয়েছে। এ মূল্যসীমা কমিয়ে ২০ লাখ টাকায় নিবন্ধন ফি ৫ হাজার টাকা ও নবায়ন ফি ২ হাজার টাকা করা প্রয়োজন। এ ছাড়া ৫০ লাখ, ১ কোটি, ৫ কোটি ও ৫ কোটির ঊর্ধ্বে নিবন্ধন ফি ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা এবং নবায়ন ফি ৬ হাজার থেকে ১২ হাজার টাকা কামানোর প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে ইনডেন্টর ও রফতানিকারকদের নিবন্ধন এবং নবায়ন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।

জানা গেছে, আমদানি মূল্যসীমার পুনর্বিন্যাস চান ব্যবসায়ীরা। এ জন্য মূল্যসীমা পুনর্বিন্যাস করে আমদানি নিবন্ধন সনদ ও বার্ষিক নবায়ন ফি কমানোর প্রস্তাব দিয়েছে বাণিজ্য সংগঠনগুলো। একই সঙ্গে আমাদানি ও রফতানি সনদ নবায়নের ক্ষেত্রে সারচার্জ কমানো উচিত বলে মনে করছে সংগঠনগুলো।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর